• Login / Register
  • BUSINESS

    বিয়ের পর জীবনের অর্থ খুঁজে পেয়েছেন বিবার

    ‘বিয়ের আগে জীবন ছিল অর্থহীন।’ শুনলে হয়তো অনেকে একটু অবাক হবেন, সত্যি কি এই কথা জাস্টিন বিবার বলেছেন! এটাই সত্যি, কথাটি জাস্টিন বিবারই বলেছেন। বিয়ের পরেই তিনি জীবনের অর্থ খুঁজে পেয়েছেন।

    পাঁচ বছরের দীর্ঘ বিরতি ভেঙে ভালোবাসা দিবসে ভক্তদের নতুন অ্যালবাম ‘চেঞ্জেস’ উপহার দিলেন জাস্টিন বিবার। ২৫ বছর বয়সী এই কানাডীয়-মার্কিন পপ তারকার নতুন অ্যালবামের সব কটি গান তাঁর স্ত্রী হেইলি ব্যাল্ডউইনকে ঘিরে।

    জাস্টিন বিবারের অ্যালবামের প্রচ্ছদ শেয়ার করে ইনস্টাগ্রামে হেইলি ক্যাপশন লেখেন, ‘অবশেষে ভক্তদের কাছে তোমার নতুন অ্যালবাম পৌঁছাল। এর চেয়ে খুশির ব্যাপার আর কী হতে পারে বলো? তোমাকে নিয়ে আমি গর্বিত, প্রিয়। দুর্দান্ত একটি অ্যালবাম উপহার দেবার জন্য তোমাকে অভিনন্দন।’ ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন বিবার ও হেইলি জুটি। অবশ্য এক বছর আগেই চুপি চুপি রেজিস্ট্রি করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তাঁরা। এই ‘অল অ্যারাউন্ড মি’ তারকা বিয়ের পর সিএনএনকে বলেন, ‘বিয়ের আগে আমি কী ছিলাম, তা এখন আর ঠিক মনে পড়ে না। মাঝেমধ্যে বোঝার চেষ্টার করি, তখন আমার জীবন কেমন ছিল। একেবারে অর্থহীন।’

    Leave A Comment

    Newsletter

    Subscribe to our newsletter to stay.